কলমেঃ বাপি ফকির (বিশেষ সক্ষম প্রতিবন্ধী)
১৯৪৭ সালের দিপুর গ্ৰাম হঠাৎ খবর আসে, ভারতবর্ষে ভাগ হয়ে যাচ্ছে।
সেই সময় এই দিপুর গ্ৰাম, অনেক হিন্দু ও মুসলমান পাশাপাশি বাস করে।
মুসলমানদের এই গ্ৰাম থেকে চলে যেতে হবে, পূর্ব পাকিস্তানে।
কিন্তু মজার বিষয় হলো এক বৃদ্ধোলোকের তার নাম ইসলাম, তার পাঁচটা ছেলে তিন জন মুসলমান,আর দুই ভাই হিন্দু ধর্ম গ্ৰহণ করে।
সেই বৃদ্ধার মানুষ বলে আমার ছেলেরা যে ধর্ম গ্ৰহণ করুকনা, তাতে আমার কোনো আপত্তি নেই।
ছেলেরা বাবাকে খুব ভালোবাসে, কোনো অসুখ বিসুখ হলে পাঁচ ছেলে বাবাকে ডাক্তার খানায় নিয়ে যায়। বাবা কী খেতে পছন্দ করে তাই খাওয়াতেন।
পাঁচ ভাই খুব মিল ছিল, এক ভাই রাতে বাড়ি ফিরতে দেরি হলে,আর এক ভাই এগিয়ে আনতে যায়।
এদের ধর্ম যা হক না কেন,এরা এক মায়ের পেটের সন্তান তাই তারা একসঙ্গে থাকতে চাই।
কিন্তু হঠাৎ ভারত স্বাধীন হলো,দেশ ভাগ হয়ে যায় তখন এই পাঁচ ভাই কান্নাকাটি শুরু করে দেয়।
আর শুরু হলো বাবা নিয়ে লড়াই,যে তিন ভাই মুসলমান তারা বলে আমরা বাবা কে পূর্ব পাকিস্তানে নিয়ে চলে যাবো,আর যে দুই ভাই হিন্দু তাঁরা বলে আমাদের কাছে ভারতে থাকবে।
এই নিয়ে ভাই ভাই যুদ্ধ শুরু হয়, তিন ভাই মুসলমান তারা বলে আমাদের বাবা মুসলমান, তাকে আমরা পূর্ব পাকিস্তানে নিয়ে চলে যাবো।
এই ভাবে ভাই ভাই মারামারি করে শেষ পর্যন্ত দুই ভাই মারা যায়,যারা দুই ভাই মারা যায় তাঁর ছিল একজন হিন্দু অন্য একজন মুসলমান।
দেশ ভাগের নামে ভাই লড়াই লাগাই,যারা দেশ ভাগ করেছে তারা কী জানে না, আমরা সবাই ভাই,এক মায়ের পেটের সন্তান।
যখন দেশ ভাগ হয় কত মায়ের কোল খালি হয়,আজও কি ইতিহাসের পাতায় লেখা আছে।