স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামি ঘোষিত দেশ জুড়ে ধর্মীয় দাওয়াত, সদস্য সংগ্রহ ও গণসংযোগের অংশ হিসাবে গতকাল ২০ এপ্রিল ২০২৫, রাত নয় ঘটিকা থেকে এগারো ঘটিকা পর্যন্ত এই কার্যক্রম চলে।
মিশন ইন্টারন্যাশনাল কলেজের সম্মানিত প্রফেসর মুহাম্মদ হুমায়ুন কবির এর তত্ত্বাবধানে ও সভাপতিত্বে ( মিশন পল্লী ভবন ) মিশন পল্লী স্কুল এন্ড টেকনিক্যাল কলেজ ভবনে শতাধিক জনসাধারণের উপস্থিতিতে এক মনোরম পরিবেশে আলোচনা ও বৈশাখী নৈশ ভোজের এক মনোমুগ্ধকর অনুষ্ঠান পরিচালিত হয়।
উক্ত গণসংযোগ দাওয়াতী ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানে আরো আলোচনা করেন :
জনাব আলহাজ্ব তোফায়েল আহমেদ, পরিচালক, আল্ - কাবা হজ্ব কাফেলা। জনাব মোঃ মনির হোসেন, নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ বিজ্ঞান একাডেমি। জনাব মোঃ আমান উল্লাহ মজুমদার, ডিপিএমজি, জনাব অথই নূরুল আমিন, কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক। মাওলানা মোঃ আবু জাফর নীরব, বিশিষ্ট ব্যবসায়ী। মাওলানা মোঃ মাহদুল হাসান জাহাঙ্গীর প্রমূখ। পরিশেষে মিশন শিক্ষা পরিবারের কর্ণধার ও মিশন ইন্টান্যাশনাল কলেজের প্রফেসর মুহাম্মদ হুমায়ুন কবির সাহেব দুনিয়া এবং আখিরাতের সুখ শান্তি কামনা করে মোনাজাত পরিচালনার মাধ্যমে আলোচনা সমাপ্তি ঘটে এবং উপস্থিত সকলেই বৈশাখী নৈশভোজে অংশ নেন।