কলমেঃ- ওমর ফারুক
বিদায় বেলা
অন্ধকার কবরে থাকতে হবে আমাদের একলা।
এসো এবার সম্পর্ক করি কবরের বেলা?
দুনিয়ার মোহে পড়ি সম্পদের পিছনে গুরি সম্পদ তো সঙ্গে দিবে না কোনো বেলা।
দুনিয়ার মোহ ছাড়া পর বুঝলে তো লাভ হবে না আর কোন বেলা?
বিদায় বেলা আমাদের বুঝিয়ে দিল সঙ্গ হবে না আমাদের কোনো বেলা?
সবাই কিন্তু থেকে যাবে দুনিয়ার বেলা আমি একলা চলে যাব অন্ধকার কবরের বেলা।
কবরের সাথে সম্পর্ক যদি তুমি করতে পারে কবর হবে আমাদে বন্ধু ওয়ালা।
তা না হলে কবর আমার ছাড়বে না কোনো বেলা।
অন্ধকার কবর হতে হবে আমাদের শেষ ভরসা ও আশ্রয় ওয়ালা।
বিজ্ঞানময় কুরআন এর পথে আসতে হবে আমাদের সারা বেলা।
হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সম্পর্ক আমাদের জুড়ে দিতে হবে।
তখন অন্ধকার কবর আমাদের সঙ্গী বেলা।