মোঃ মুনজুর রহমান, স্টাফ রিপোর্টার রাজশাহী
রাজশাহীর শাহমখদুমে জমি-জমা কে কেন্দ্র করে নিজ ভগ্নিপতি‘কে হত্যার অন্যতম প্রধান আসামী শ্যালক এনামুল।
র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
১। এরই ধারাবাহিকতায় ইং ১৯ এপ্রিল ২০২৫ তারিখ রাত্রী-০০.১৫ ঘটিকায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন রেলস্টেশন এর সামনে অভিযান পরিচালনা করে পৈত্রিক সম্পত্তি ভাগা-ভাগিকে কেন্দ্র করে নিজ ভগ্নিপতীকে কুপিয়ে হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামী মোঃ এনামুল (৫৫), পিতা-মৃত আব্দুস সাত্তার, সাং-ভূগরইল, থানা-শাহমখদুম, রাজশাহী মহানগরকে গ্রেফতার করে।
২। ঘটনা সূত্রে জানা যায়, নিহত ভিকটিম মোঃ রুহুল আমিন (৩৮) এর স্ত্রী মোসাঃ শারমিন সুলতানার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি-জমা ভাগাভাগিকে কেন্দ্র করে এজাহারনামীয় ১নং ও ২নং আসামীর সাথে কথা কাটাকাটি ও ঝগড়া বিবাদ হয়। এক পর্যায়ে এজাহারনামীয় ২নং আসামী মোঃ এনামুল (৫৫) ভিকটিমকে চড় থাপ্পড় ও কিল-ঘুষি মারে সেই সময়ে ধৃত ১নং আসামী মোঃ আমিনুল ইসলাম অরফে মিন্টু এর ডান হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে ভিকটিমকে গলার বাম পাশে কোপ মারলে ঘটনাস্থলে রক্তাক্ত জখম অবস্থায় মাটিতে পড়ে যায়।
৩। পরবর্তীতে দ্রুত এ্যাম্বুলেন্স যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে জরুরী বিভাগে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক গত ২২-০৩-২০২৫ তারিখ বেলা আনুমানিক ১১.৩০ ঘটিকায় মৃত ঘোষণা করে। এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে ও দেশব্যাপী প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় ব্যাপক ভাবে প্রচার হয়।
৪। উক্ত ঘটনায় শাহমখদুম থানায় নিহত ভিকটিম এর পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত ঘটনায় জড়িত আসামীদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
৫। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিএসসি, রাজশাহীর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকান্ডের প্রধান আসামী মোঃ আমিনুল ইসলাম অরফে মিন্টু‘কে গত ২৪ মার্চ ২০২৫ তারিখ আনুমানিক ২০.০৫ ঘটিকার সময় রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানাধীন পালপাড়া নামক এলাকা হতে হত্যা মামলার ৪৮ ঘন্টার মধ্যেই গ্রেফতার করতে সক্ষম হয়। এর পরপরই হত্যা মামলার ২নং আসামী এনামুল কে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী জোরালো করা হয়। এনামুল দেশের বিভিন্ন স্থানে নিজেকে আত্মগোপন করার চেষ্টা করে। র্যাব-৫ এর চৌকষ আভিযানিক দল তাকে সর্বদা ছায়া অনুসরণ করতে থাকে। তার প্রেক্ষিতে ১৯ এপ্রিল ২০২৫ তারিখ রাত্রী-২০.২৫ ঘটিকার সময় র্যাব-৫, সিপিএসসি অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার অন্যতম প্রধান আসামী এনামুল‘কে রাজশাহী রেলস্টেশন এর সামনে হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
৬। উক্ত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।