প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৫:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৩:৩৪ এ.এম
স্মৃতির পাতায় ঝাপসা কিছু নাম ও মুখ
কলমেঃ আফজাল হোসেন
কেউ তো কখনো, ভুলতে চায়না অতি প্রিয় মুখ,
সময়ই তাকে ভুলিয়ে দেয়,কষ্টে ভাসেনা বুক!
এক সময় ছিল যারা আত্মার আত্মা,
আজ তারা আড়ালে, নেই কোন পাত্তা!
একদা যে মুখ দেখে প্রাণে আসত সুখ
আজ দেখো, তুমি নিজেই তার, হয়েছো বিমুখ!
এক সময় ছিল যারা জীবনের অঙ্গ,
আজ তাঁরা পাশে নেই,তুমি কি নিঃসঙ্গ?
এক সময় যাদের ছাড়া চলতোনা দিন,
স্মৃতির পাতায় তাঁরাও আজ ঝাপসা, বিমলিন!
কেউ তো কখনোই চায়না হারাতে প্রিয়জন,
তবু অনেকেই হারিয়ে যায়,আমাদের ভুলো মন!
এমনও আছে কিছু নিকট স্বজন,
যাদের সাথে ওঠাবসা হয়না কখন!
তাদের নাম-ধাম যদি, কেউ জিজ্ঞেস করে,
সদুত্তর অনেকেই দিতে নাহি পারে!
কিছু মুখ, কিছু নাম হৃদয় দর্পনে হঠাৎ ভেসে উঠে,
তাকে ভেবে তখন, আনমনা হই,নীরবে অশ্রু ঝরে।
সময় কাউকে আপন করে,কাউকে ভুলিয়ে দেয়,
আপনা-আপনি কেউ আবার মন থেকে মুছে যায়।
ভালো মানুষ, ভালো মুখ,ভালো ব্যবহার,
অন্তরে গাঁথা থাকে, ভোলা কঠিন নাম- স্মৃতি তার!
উপদেষ্টা: ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ। সম্পাদক ও প্রকাশক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। প্রধান বার্তা সম্পাদক: ফাহমিদা খান উর্মি। অফিসঃ বিপিএল ভবন, আরামবাগ,মতিঝিল,ঢাকা-১০০০, হোয়াটসঅ্যাপ ০১৭১৫-৯০৭২২১ , ইমেইল:ajkaleralo@gmail.com