যৌবন পদার্পণে আকর্ষণ বাড়ে
বিপরীত লিঙ্গের তরে।
দুজনে জুটি বেঁধে করে ঘরসংসার
কেউ বা প্রতারণা করে।
প্রতিটি মানুষ সুখের পিছে ছোটে
প্রিয়জনকে নিয়ে।
দুজনে হাত ধরে স্বপ্ন দেখে
কিন্তু সবাই ঘরে আসেনা বৌ হয়ে।
প্রিয়জন দূরে চলে যায়
সুখের সন্ধানে উড়ে।
যুগের পরে যুগ কেটে যায়
প্রিয়ার অপেক্ষা করে।
প্রিয়া যদি সুখে থাকে
ভুলে গিয়ে তোরে।
তবে দুঃখ থাকে না তার
সুখের খবর পেয়ে।
বৃদ্ধ বয়সে ফিরে এসে বলে
সুখ পাইনি দুরে।
প্রিয়ার খবরটি শুনে
চোখের জল পড়ে।