কলমেঃ মোঃ জাবেদুল ইসলাম
বন্ধ কর ফিলিস্তিনদের উপর,
সকল নিষ্ঠুর নির্যাতন।
বন্ধ কর ফিলিস্তিনিদের উপর,
অমানবিক আগ্রাসন।
ফিলিস্তিনিরা হলো আমার ভাই,
ওরা আমার বোন।
আমরা ওদের পাশে দাঁড়াই,
একটু সদায় হোন।
কি দোষ করলো ফিলিস্তিনিরা,
সৃষ্টির সেরা ওরা।
মুসলিম ওরা, ওদের উপর,
হামলা চালায় কারা?
কোলের শিশু ফিলিস্তিনি,
বাদ যায় না সেও।
ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ার,
আজ নাই দুনিয়ায় কেহ?
মরছে মানুষ মরছে শিশু,
মরছে বৃদ্ধ আবার।
নারী পুরুষ মরছে যে সব,
ফিলিস্তিনিরা সাবার।
কেউ দেখে না ওদের কান্না,
ওদের আহাজারি।
খোলা আকাশের নীচে তারা,
ঘুমায় সারি সারি।
ক্ষুধার জ্বালায় বুকে পাথর,
আজ বেধেছে ফিলিস্তিনি।
জল নাই কোথাও পিপাসায়,
কাতর হয়েছে মুসকিলিন।
অনেক হয়েছে আর নয় তবে,
হামলা ফিলিস্তিনের উপর।
বন্ধ করো তোমার সব বর্বরতা,
স্বাধীন ফিলিস্তিন আজ গড়।
মানবিক কবি
মোঃ জাবেদুল ইসলামর
রমনীগঞ্জ, বড়খাতা, হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।