কলমেঃ মীর ফয়সাল নোমান
বৈচিত্র্যময় পৃথিবীতে
বৈচিত্র্যময় মানুষ,
তাই আমরা পৃথিবীতে
দেখি অনেক রকম মানুষ।
আল্লাহ তোমার লীলাখেলা
বোঝা বড় দায়,
তোমার সৃষ্টি পৃথিবীতে
মানুষ হয়েছে বৈচিত্র্যময়।
তাইতো আমরা কোন কিছু
করতে গেলে হই যে অবাক,
বিভিন্ন সময়ে চলার পথে
পড়ি যে সংকটে পেয়ে বাঁক।
আমরা বিপদে পড়ে
নিঃস্ব হয়ে যে ধরা পড়ে,
পৃথিবীতে যে যেমন তার
সাথে আল্লাহ তুমি
মিলিয়ে দাও ভুবনের নীড়ে।
পাগলের সাথে পাগল মিশবে,
চিটারের সাথে চিটার,
ভালো মানুষের সাথে
ভালো মানুষের হয় যেন মিল সবার।
বৈচিত্র্যময় পৃথিবীতে, বৈচিত্র্যময় মানুষ।