কলমে: মুহাম্মাদ শরীফুল ইসলাম
রক্তের বন্যা বইছে দেখো
গাজা উপত্যকায়,
মাজলুমানের আর্তচিৎকার
বাতাসে উড়ে বেড়ায়।
জুলুমের এই পরিসমাপ্তি
ঘটবে কখন বলো,
মাজলুমানদের রক্ষা করতে
গাজায় এবার চলো।
রক্তাক্ত আজ ফিলিস্তিন
রক্তাক্ত পূণ্যভূমি,
অবুঝ শিশুর রক্ত দেখেও
নিস্তব্ধ কেনো তুমি।
বাতাসের সাথে যাচ্ছে উড়ে
কতো জনের দেহ,
মজলুমানের কান্না থামাতে
নাই কি ধরাতে কেহ।
ক্ষুধার তাড়নায় ঘুরে বেড়ায়
পেটে থাকেনা অন্ন,
সাহায্যের হাত বাড়াও তুমি
গাজাবাসীদের জন্য।