কলমে: এম, আলমগীর হোসেন
চাইবে না আর গাজা বাসী
বাসস্থান আহার,
চাইবে না আর নারী পুরুষ
বাঁচার অধিকার।
বাজবে না আর গগন জুড়ে
কান্না আহাজারী,
বাঁচাও বাঁচাও আর্তনাদে
কান হবে না ভারী।
আমরা ঘুমাই খুব আরামে
ক্ষনিকের ভুবনে,
গাজা বাসী হয় যে খুশি
খোদার মেহমানে।
বিশ্ব বিবেক উড়ছে বায়ে
অত্যাচারীর বোমে,
দেখছে সবাই নীরব হয়ে
কোন সে নেশার ভ্রমে?