ফাহমিদা খান উর্মি
খুলনা মহানগরীর ৩৬, আয়েশা কটেজ ইকবাল নগর স্কুলের পূর্ব পাশে খুলনা আর্ট একাডেমি অবস্থিত।২০১৫ সালে ঢাকা থেকে আগত প্রথিতযশা স্বনামধন্য চিত্রশিল্পীরা খুলনা আর্ট একাডেমিতে এসেছিলেন ,শিল্পী রফিকুন নবী,শিল্পী সমীর দত্ত ,শিল্পী মোস্তাফিজুল হক, শিল্পী শামসুদ্দোহা,শিল্পী নিসার হোসেন ,শিল্পী শেখ আফজাল হোসেন,শিল্পী শিশির ভট্টাচার্য, শিল্পী সিলভিয়া নাজনীন,শিল্পী বিমানেশ চন্দ্র,শিল্পী তরিকত ইসলাম খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করেন। সেই থেকে স্বনামধন্য শিল্পীদের স্মরণ করে প্রতিবছর ২১ শে এপ্রিল বিশেষ দিন হিসেবে দিনটি পালন করে খুলনা আর্ট একাডেমি। এবং যতদিন চিত্রশিল্পী মিলন বিশ্বাস এই প্রতিষ্ঠান পরিচালনা করবেন ততদিন শিল্পীগুরুদের স্মরনে এই দিনটিকে বিশেষ দিবস হিসেবে পালন করবেন এমন প্রতিশ্রুতি সবার উপস্থিতিতে জানান।এসময় উপস্থিত ছিলেন শিক্ষার্থীর অভিভাবক হোসনে আরা,তাবাচ্ছুম তাছনীম, আঁখি পাল,লাবনী সরকার, রনজিতা সরকার, লাভলী ইসলাম এবং খুলনা আর্ট একাডেমির পরিচালক চিত্র শিল্পী মিলন বিশ্বাস, সহকারী পরিচালক শিলা বিশ্বাস। খুলনা আর্ট একাডেমির হ্যান্ড রাইটিং শিক্ষক বাবু ধনঞ্জয় রায়, সহকারী শিক্ষিকা শর্মী দেবনাথ। এসময় আরো উপস্থিত ছিলেন একাডেমির শিক্ষার্থীরা অরিশা, কুশল,আফিফা, ইফফাত ,তীর্থ,প্রত্যয়, জারিশ, আদিত্য পাল,যাহরুন, ঈশান,আজমান,সম্প্রীতি বিশ্বাস প্রমুখ সবার উপস্থিতিতে উপরের সকল শিল্পীদের সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল কামনায় ২১টি মোমবাতি জ্বালিয়ে তাদের স্মরণে শারীরিক সুস্থতার জন্য এক মিনিট প্রার্থনা করে দিনটি পালন করে সকল শিক্ষার্থীদের হাতে হালকা খাবার তুলে দেওয়া হয় এবং সবার উপস্থিতিতে অনুষ্ঠান সম্পর্কে শিল্পীদের নিয়ে প্রশংসনীয় দিবস হিসেবে অনুভূতি প্রকাশ করেন বাবু ধনঞ্জয় রায়। এবং সর্বশেষ দিবসটি সম্পর্কে চিত্র শিল্পী মিলন বিশ্বাসের আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।