নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলা প্রশাসক মেমাহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী ও পুলিশ সুপারকে স্মারক লিপি প্রদান নরসিদীর রায়পুরায় মেঘনার থানা বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দরা।
সোমবার ২১ এপ্রিল নরসিংদীর রায়পুরায় দুর্গম চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়ন ও বাশঁগাড়ী ইউনিয়নের মধ্যস্থল আড়াকান্দা নামক স্থানে থানা বাস্তবায়নে দাবীতে মেঘনার চর থানা বাস্তবায়ন পরিষদের সদস্যবৃন্দরা নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী ও পুলিশ সুপার, নরসিংদীর কাছে স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা জজকোর্টের এডিশনাল পিপি এড.কাজী নজরুল ইসলাম, মেঘনার চর থানা বাস্তবায়ন পরিষদের আহবায়ক এড. জসিম উদদীন, মেঘনার চর থানা বাস্তবায়ন পরিষদ এর সদস্য সচিব এড. খন্দকার মেহেদী হাসান, মেঘনার চর থানা বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন জাহাঙ্গীর, যুগ্ম আহবায়ক এবং প্রচার উপকমিটির আহবায়ক সাংবাদিক বশির আহম্মদ মোল্লা, যুগ্ন আহবায়ক এড. মাহফুজ ও যুগ্ন আহবায়ক মহিবুর রহমান প্রমূখ।
জানাগেছে,নরসিংদীর রায়পুরায় দুর্গম চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়ন ও বাশঁগাড়ী ইউনিয়নের মধ্যস্থল আড়াকান্দা নামক স্থানে থানা স্থাপনের জন্য দেশ স্বাধীন হওয়ার পর থেকে চরএলাকাবাসী দাবী করে আসছে। চর এলাকার শান্তি চাই, মেঘনার চর থানা চাই এই স্লোগানকে সামনে রেখে পাড়াতলী, শ্রীনগর, বাঁশগাড়ী, চরমধুয়া, মির্জারচর, চাঁনপুর ইউনিয়নের কয়েকলক্ষ লোকের বসবাস। মেঘনার চর থানা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে রায়পুরা সহ চরবাসী সকলে ঐক্যবন্ধ হয়ে উদ্যোগ নিয়েছে দ্রুত থানা বাস্তবায়ন করার জন্য। চরে থানা বাস্তবায়ন না হওয়ার কারণে চরের রাস্তা-ঘাট স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, হাট-বাজার, মেঘনা নদী ভাঙ্গণ রোধসহ উন্নয়ন থেকে চরাঞ্চলবাসী বঞ্চিত হচ্ছে।