কলমেঃ আফজাল হোসেন
আমি খুব বেশি বড় হতে চাই না;
আমি চাই না অত যশ,খ্যাতি,সুনাম!
আমি চাই না আমার নামের আগে-পিছে
থাকুক মানুষের গা-জ্বালা ধরা বিশেষণ!
খুব বড় হতে চাওয়া মানুষ আমি নই;
আমি চাই না গলায় ঝুলানো জাঁকজমকপূর্ন
পদ-পদবি, আমি চাই না জয়ে মাতামাতি,
আমি চাই না মানুষের কানে ফিসফিসে
গোপন গল্প।
আমি চাই না কেউ আমাকে দেখিয়ে বলুক —
“ওই যে, সে অমুক দলের একজন বিশিষ্ট নেতা।”
আমি বরং চাই, কেউ আমাকে দেখলে বলুক —
“ও তো একদম আমাদের মতোই অতি সাদাসিধে
একজন সাদা মনের সাধারণ মানুষ !”
একবেলা খেয়ে বাকি দু’বেলা উপোস থাকা
মানুষ আমি।
আমার চাওয়া-পাওয়ার পরিধি খুবই সীমিত —
একমুঠো ভাত, একটু ঘুম, আর নিঃস্বার্থ ভালোবাসা।
খুব দামি কিছু খেতে মন চায় না আমার।
পোলাও-কোর্মা নয়, একটু গরম ভাত আর
টাটকা ডাল, ভাজির গন্ধে মন ভরে যায় আমার।
আর সেই ভাত যদি হয় কারো হাতে তুলে দেওয়া,
নয়তো যদি হয় ভাগাভাগির হাসিতে মোড়ানো —
তবেই সে ভোজ আমার জন্য রাজকীয় হয়ে ওঠে।
আমি নেতা, জনপ্রতিনিধি কিছুই হতে চাই না।
আমি চাই না মিথ্যা কথা বলে, কাউকে ঠকিয়ে,
জোর করে বাগিয়ে নিই আমার কোনো বড় পরিচয়!
আমি এমন কেউ হতে চাই না,
যে ভোটের আগে একরাশ হাসি বিলিয়ে দিয়ে
ভোটের পরে দরজা বন্ধ করে দেয়।
আমি চাই — আমি সাধারণ মানুষের পাশে থাকি
সর্বদা,সবসময় কোনো স্বার্থ ছাড়াই।
আমি থাকতে চাই সেই মাটির ঘ্রাণে,
যেখানে শীতল বাতাসে ভেসে আসে
পরিচয়ের সরলতা।
আমি চাই না কেউ আমাকে ভয় করুক,
আমি চাই সবাই আমাকে ভালোবাসুক।
আমি নিজেকে তাদের একজন ভাবি,
যাদের গায়ে ঘামের গন্ধ,তবু মুখে হাসি, চোখে স্বপ্ন!
আমি সাধারণ হয়েই থাকতে চাই,
কারণ সাধারণ মানুষের বুকেই
সবচেয়ে বেশি জায়গা থাকে অন্যের জন্য।