মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা, হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।
চারি দিকে শুধু শুনি,
কান্না আর কান্না।
কান্নার জলে মাঠ ঘাট,
বয়ে যায় বন্যা।
ছেলে হারা মায়ের কান্না,
কোলের শিশু তার কান্না।
বুড়ো দাদু বাহিরে গেছে,
বাড়ি না ফেরার কান্না।
কাজ কর্মের অধিক কান্না,
ভালোবাসা পাওয়া কান্না।
ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ কান্না,
ভাতকাপড় জোগাড় কান্না।
দ্রব্য মূল্যের বাড়ার কান্না,
পকেটে টাকা নাই কান্না।
তেল লবণ নাই আবার কান্না,
বন্ধ হবে কবে এতো কান্না?