কলমেঃ কনক কুমার প্রামানিক
আকাশ মেঘে কালো হয়
উঠে তুমুল ঝড়,
উড়ে যায় ধূলিকণা
ভাঙে কাঁচা ঘর।
লুটোপুটি মাঠের ধান
চাষীর মাথায় হাত,
কালবৈশাখী দূর্যোগ এলে
নির্ঘুম কাটে রাত।
অসময়ে হঠাৎ এসেই
বেজায় ক্ষতি করে,
বৈশাখ এলে অভিশাপ
নামে ধরার পরে।
গরীব মানুষ নিঃস্ব হয়
হারিয়ে সব সম্বল,
ঝড়ের তোড়ে ঝড়ে পড়ে
মধু মাসের ফল।
মহাদেবপুর, নওগাঁ, বাংলাদেশ
১৮.০৪.২০২৫ খ্রিঃ।