কলমেঃ মাসুদ রানা
পৃথিবী কারো আপন নয়
সব সম্পর্কই ধোঁয়াটে সয়,
চোখের জলে গড়া স্মৃতি
ভাঙে যখন যায় প্রবৃতি।
হাসি মুখের আড়ালে বেদন
চোখে জমে হাজার জ্বালন,
চলে যায় যে ফিরেও না
স্মৃতিরা কেবল ঘিরে'না।
আত্মীয়তার মুখোশ পরে
মনে রাখে স্বার্থ ভরে,
বন্ধুত্বও সময়সাপেক্ষ
দূরত্বে তা হয় অপ্রেক্ষ।
জীবন মিছে আশা দিয়ে
ছলনা সয়ে যেতে হয় নিয়ে,
সুখটা যেন ক্ষণিক স্বপ্ন
জেগে দেখি কিছুই সত্ত্ব।
তবু কেন এ মায়াবৃত্ত
ভাঙতে চাইলেই পড়ে যুক্ত,
সব পেয়েও শূন্যতা রয়
পৃথিবী কারো আপন নয়।