কলমেঃ মো. আসিফুর রহমান
নারীর লজ্জা লজ্জাবতী গাছের মতো সরম,
কেউ ছুঁলে ফুরায় তা, হয় শূন্য ধরম।
স্বামী হোক বা অন্য কেউ, স্পর্শে শেষ হয়,
সঙ্গতায় ছাড়াও লজ্জা উড়ে যায় ক্ষয়।
মিডিয়ায় নারী আসে সবার সামনে মেলে,
পুরুষের সাথে তালে তাল মিলিয়ে চলে।
নায়িকারা বিকিনি পরে আধুনিকতা ধরে,
লজ্জা নিবারণ করে ফেলে মানুষের ঘরে।
ফেসবুকে চলে কথা, অশালীন সুরে বাজে,
পিরিয়ডের ব্যথা শেয়ার করে বন্ধুর মাঝে।
ফ্লার্ট করতে গিয়ে নগ্ন শব্দের আওয়াজ,
মাইন্ড করলে বলে, “জাস্ট কিডিং” সে তাজ।
প্রেমিকের সংখ্যা বাড়ে ফেসবুকের আঙিনায়,
দুয়েক ভালো কথায় নারী খুশি হয় তায়।
রোমান্সের নামে চলে অশ্লীল কথার ধারা,
ব্রেকআপে লজ্জা উড়ে যায়, হয় শূন্য পারা।
দেবর, দুলাভাইয়ের সাথে মস্করা চলে ধীরে,
লজ্জা লুকায় ধীরে ধীরে, পড়ে যায় নীচে।
নারী বোঝে না লজ্জা তাদের ভূষণ সত্যি,
যে রাখে আপন করে, সে জয়ী নিশ্চিতই।