কলমেঃ মোঃ জাবের আরেফিন
আমি প্রভুকে বললাম, আমি তোমাকে ভালোবাসি।
প্রভু বললো: ভালোবাসো! কতো খানি?
আমি বললাম: যতটুকু ভালোবাসলে সেই চিন্তায় সর্বদা থাকা যায় মগ্ন ঠিক ততোখানি।
প্রভু বললো: এমন প্রেমিক তো পৃথিবীতে অনেক আছে তবে তুমি কেনো তাদের থেকে আলাদা হবে?
আমি বললাম: ওহেয় আমার দয়াময় প্রভু, আপনার প্রেমিক দুনিয়াতে অভাব নাই এটা আমিও জানি,মানি। কিন্তু আমার এই জীবন, যৌবন,অস্ত্বিত্ব তো তোমার প্রেমের উপরই বিদ্যমান। আমার হাসি ,কান্নার কারণই তো আপনি। ছিলেন,আছেন,থাকবেন।তবে কেনো হবোনা আমি অন্যদের থেকে ভিন্ন কোন প্রেমিক?
প্রভু বললো: তবে হয়ে যাক পরীক্ষা দুনিয়াতে।আমি দেখি অভাব -অনাটনের মধ্যেও তুমি কতোদিন থাকতে পারো আমার প্রেমে মেতে।
সেই থেকে আমি জীর্ণ,শীর্ণ,রিক্ত,নিঃস্ব অবস্হায় জীবন পরিচালনা করছি।
এজন্য হয়তো আমি খুঁজে পেয়েছি দুঃখের মাঝে সুখ,
ফকিরের মাঝে আমিরি শান। কারণ আমি জানি প্রভু এসবের মাঝে বেশি বিদ্যমান।
কবি: মোঃ জাবের আরেফিন।
কবি,সাহিত্যিক,ইসলামি লেখক।