আর্তনাদ শুধু আর্তনাদ!
মানুষের কান্নায় কলরব
শহরের ইট বালু পাথর?
নিমিষেই সব নেমে আসে
নিষ্পাপ শিশুদের মাঝে
অমূল্য হৃদয় হয়ে গেছে অসহায়
এ কেমন ফিলিস্তিনি বাসী?
মোরে জিজ্ঞাসা বার বার
আমরা কি চেয়েছি দেখতে –
বর্বর এ নৃশংসতম হত্যার খেলা!
কি অন্যায় ছিলো স্কুল পড়ুয়া
মাতৃস্নেহে শিশু কোলে থাকা
তাদের আহাজারি!!
নিস্তব্ধ নিথর শিশুর লাশ যখন
মিছিলে মিছিলে ঢল বয়
ধরণীতে কান্নার রোল পড়ে।
এই পাপের প্রায়শ্চিত্ত দুষ্কৃতীদের দিতে হবে।
শান্তির বাণী শোনো ঐ দূর থেকে
ভেসে আসছে — ততক্ষণে অপেক্ষায়।