কবিতাঃ ফিলিস্তিন আজ
Coder Boss
-
Update Time :
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
-
১৫০
Time View

কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
==================
ফিলিস্তিনের গাজায় চলছে
ধ্বংস যজ্ঞ আজ,
ঈসরায়েলের পশু জাতির
অমানবিক কাজ।
অস্ত্র, গোলা, বোমার আঘাত
গাজায় মরছে লোক,
বিবেকহীন সব কুচক্রী দল
মারণে নাই শোক।
কালের মুশরিক ঐক্য জোটে
হানছে মরণ ছোপ,
মুসলমানগণ বিভেদ যুক্ত
খেয়ে নাস্তিক টোপ।
ফিলিস্তিনি লোক সকলের
হিম্মত জেগে থাক,
ঈসরায়েলের হাত হতে দ্বীন
পূর্ণ মুক্তি পাক।
মুসলিম জাতি জেগে উঠুক
বীর সেনানীর দল,
প্রতিবাদ হোক মুসলিম বিশ্বে
ঐক্য বোধের চল।
হাজার নবীর পায়ের ধুলো
ফিলিস্তিনে রয়,
আজও দেখি ফিলিস্তিনে
রক্তের বন্যা বয়।
Please Share This Post in Your Social Media
More News Of This Category