প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৫, ১০:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৮:০৮ এ.এম
কবিতাঃ ফিলিস্তিন আজ
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
==================
ফিলিস্তিনের গাজায় চলছে
ধ্বংস যজ্ঞ আজ,
ঈসরায়েলের পশু জাতির
অমানবিক কাজ।
অস্ত্র, গোলা, বোমার আঘাত
গাজায় মরছে লোক,
বিবেকহীন সব কুচক্রী দল
মারণে নাই শোক।
কালের মুশরিক ঐক্য জোটে
হানছে মরণ ছোপ,
মুসলমানগণ বিভেদ যুক্ত
খেয়ে নাস্তিক টোপ।
ফিলিস্তিনি লোক সকলের
হিম্মত জেগে থাক,
ঈসরায়েলের হাত হতে দ্বীন
পূর্ণ মুক্তি পাক।
মুসলিম জাতি জেগে উঠুক
বীর সেনানীর দল,
প্রতিবাদ হোক মুসলিম বিশ্বে
ঐক্য বোধের চল।
হাজার নবীর পায়ের ধুলো
ফিলিস্তিনে রয়,
আজও দেখি ফিলিস্তিনে
রক্তের বন্যা বয়।
প্রধান উপদেষ্টা: ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ। প্রধান সম্পাদক: শাহিদা আক্তার তন্নি। সম্পাদক ও প্রকাশক আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। অফিস: মতিঝিল ঢাকা-১০০০ 01715-907221 ইমেইল:ajkaleralo@gmail.com