কলমে- শেখ মিন্নাতুল মকসুদ অর্চি
তুমি আমার প্রভাতের অর্ক
তুমি গোধূলি লগনের
রক্তিম আভা।
তুমি বর্ষার ঝুম বৃষ্টি।
তুমি শরৎ এর শুভ্র
মেঘের আকাশ,
তুমি শুভ্র মোলায়েম
কাশফুল।
তুমি শীতের কুয়াশার চাদরে
ঢাকা সকাল,
তুমি ঘুঘু ডাকা বিসন্ন দুপুর
ক্লান্ত বিকেল আমার।
তুমি রাতের জোনাকির আলো।
তুমি পৌষের সংক্রান্তি,
বসন্তের ফুলের ঘ্রাণ।
তুমি আমার কল্পনা,
ধ্যান, ধরনা।
তুমি জীবনে বাস্তব হয়ে এসো,
আমি তোমাতে সমর্পণ করবো
আমার হৃদ প্রকোষ্ঠের সমগ্র
মমতা,প্রীতি, অনুরাগ,অনুরক্তি।