কলমে: নয়ন কর্মকার
ছাত্র-ছাত্রীরা জ্ঞান অর্জনে
প্রত্যহ ছুটে চলে,
তাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান
পাঠশালা স্কুলে।
ব্যাগ কাঁধে প্রবেশ করে
যে যার শ্রেণিতে,
সারি সারি বসে সবাই
মনের খুশিতে।
হাতে কলমে শেখানো হয়
আছে যত বিষয়,
ছাত্র-ছাত্রী মন দিয়ে শেখে
রাখে না সংশয়।
মনোযোগী হয়ে শোনে পাঠ্য
বইয়ের প্রত্যেক লাইন,
ক্লাস শেষে ডায়েরিতে নেয়
শিক্ষকের সাইন।
কড়া রোদ, বৃষ্টিতেও স্কুল
দেয় না ফাঁকি,
বছর শেষে সবার উত্তম
ফলাফলই সাক্ষী।