কলমে: মুহাম্মাদ শরীফুল ইসলাম
তুমি যদি হও লেখক
কিংবা কোনো কবি,
সকাল সাজে সবার মাঝে
উঠাও নতুন রবি।
কলম ধরো শক্ত হাতে
লিখো সত্য কথা,
অসৎ লোক যদিও পায়
তোমার কথায় ব্যথা।
থাকবে তুমি নির্ভীক হয়ে
সত্যকে করতে জয়,
আসুক তাতে যতই বাধা
কিংবা দেখাক ভয়।
তুমিই হবে এই যুগের
বীর কলম সৈনিক,
তোমার হাতের ছোঁয়ায় আসুক
সত্যের বাণী দৈনিক।
পুষ্প ফুটুক কলমে তোমার
ছড়াক তাতে ঘ্রাণ,
তোমার লিখা পাঠে যেন
জোড়ায় সবার প্রাণ।