(মসজিদ ভাঙা চলবে না)
মসজিদ ভাঙা চলবে না ভাই,
মসজিদ আল্লাহর ঘর।
মসজিদ ভাঙলে আল্লাহ তাআলা,
করবে মোদের পর।
মসজিদ হলো ইবাদত বন্দিগীর,
মুসলমানের প্রধান আস্তানা।
মসজিদে যাই নামাজ পড়ি সবাই,
করি মোরা বন্দনা।
মসজিদ যাই সময় ধরে ধরে।
নিত্য প্রতিদিন।
মসজিদ কে বাসলে ভালো,
পাবে খোদার চিন।
(পাখির ছানা)
গাছের ডালে পাখির বাসায়,
ছোট্ট দুটি ছানা।
ঠোঁট উঁচিয়ে সারাদিন মান,
ডাকে শুধু মা মা।
ভয়ে ভয়ে ছানা দুইটি,
থাকে সারা দিন।
কোন ফাঁকে দেখে ফেলে,
হিংস্র শঙ্খ চিল।
দেখতে পেলে শঙ্খ চিল,
ছো দেবে এক থাবা।
এক থাবাতে দুটি ছানা,
হয়ে যায় যেন হাবা।