সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশায় ঐতিহ্যবাহী সেলবরষ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা’র বাড়িতে চুরির গঠনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ০১.৩০মিনিটে এ ঘটনা ঘটে।
চোররা গভীর রাতে চেয়ারম্যান এর বাসভবনের স্টিল এর দরজা কেটে গৃহে প্রবেশ করে। এবং কাঠের ড্রয়ার থেকে একলক্ষ সাত হাজার টাকা নিয়ে যায়।
এবিষয়ে চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা বলেন যে আমার বাসভবনে যে চুরির ঘটনা ঘটে তা খুবই সুপরিকল্পিত ভাবে করা হয়েছে। এবং দূর্বৃত্তরা শুধু টাকা নিয়েছে আর অন্য কিছু নেয়নি। তিনি আরও বলেন যেখানে আমার বাসভবনে চুরি সেখানে অত্র এলাকার বাসিন্দারা কখনও নিরাপদ নয়। বিষয়ে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন। যাতে করে এমনটি ঘটনা আর না ঘটে এবং চোরদের ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। এই নিয়ে এলাকায় হৈচৈ শুরু হয়েছে।
অপর দিকে একই ইউনিয়নের কাকিয়াম নতুন পাড়ার বাসিন্দা মাকসুদ আলীর ছেলে বিল্লাল হোসেনের বসত বাড়ী থেকে একটি গাভী চুরি করে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। সম্প্রীতি বাদশাগঞ্জ বাজার হতে মো: আবুতাহের সোনা মিয়ার গরু বাছুর সহ চুরি হয়ে যায়। জয়শ্রী জনতা চোরকে আটক করে ধর্মপাশা থানা পুলিশের কাছে তুলে দিয়ে দিয়েছেন। সঙ্গীয় ২ চোর পলাতক রয়েছে বলে জানাযায়।
সাইফ উল্লাহ
মোবা: ০১৭১২৪৫১৪৪৬
২২/০৪/২০২৫ ইং