কলমেঃ পূজা নস্কর
গুঞ্জন ওঠে বিরুদ্ধতার জীবণ পঞ্জিতে,
নিজের ব্যর্থতা ঢাকতে মিথ্যার চুনকাম অন্যের দেওয়ালে,
সময় কথা বলে বাস্তব সত্য কঠিন হলেও।
সত্য চিরকাল কঠিন হয়,
কঠিনতাকে সহ্য করার ক্ষমতা শারীরিক পঞ্চ ইন্দ্রিয় গ্ৰহণ করে না;
কালো মেঘ কেটে গেল সত্য বেরিয়ে আসবে,
সূর্যের আলোর মতো।
তপ্ততার জল ঢালার জন্য শূন্য কলসি হাতরেবেড়ানো,
অথবা কাঠের ঘুণপোকা হয়ে লেগে যাও,
কিন্তু সারবস্তু তার অস্তিত্ব বজায় রাখে।
তর্জনী উঠানোর আগে দেখে নাও,
তিনটি আঙ্গুল নিজের দিকে ধেয়ে আছে।