প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৫, ১০:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৫, ৯:৫৫ এ.এম
কবিতাঃ অপেক্ষায় রইলাম
কলমেঃ এম.মহি উদ্দিন
===============
রক্তাক্ত জুলাই, বৃষ্টিস্নাত জুলাই
বৃষ্টিকে প্রশ্ন করলাম
রক্তের সাথে তোমার কী সম্পর্ক?
বৃষ্টি প্রশ্নের জবাবে বললো—প্রবাহের!
কখনো মুষলধারে প্রবাহিত হই আমি
শহীদ আবু সাঈদের রক্তের প্রবাহের মতো।
কখনো মৃদুভাবে প্রবাহিত হই আমি
শহীদ শান্তের রক্তের প্রবাহের মতো।
কখনো থেমে থেমে প্রবাহিত হই আমি
শহীদ তানভীরের রক্তের প্রবাহের মতো।
কখনো বন্ধ করি প্রবাহ, বিস্মিত হয়ে আমি
সকল শহীদের রক্তের প্রবাহে বাধা পেয়ে
বৃষ্টির ফলে যেমন সবুজ বাগান তৈরি হয়
রক্তের বদলে তেমন সোনালী দিন তৈরি হবে কি?
অপেক্ষায় রইলাম, অপেক্ষায় রইলাম।
প্রধান উপদেষ্টা: ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ। প্রধান সম্পাদক: শাহিদা আক্তার তন্নি। সম্পাদক ও প্রকাশক আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। অফিস: মতিঝিল ঢাকা-১০০০ 01715-907221 ইমেইল:ajkaleralo@gmail.com