কলমেঃ হরিপদ বিশ্বাস
কালের সময় পঞ্জি ধুলা চাপা পড়েছে,
অন্ধকারে হাতড়ে চলে যায়
অসহায় সূর্য পুনরায় জেগে ওঠে সামাজিক বিনয়ী আচরণে,
সময়ের বদল ঘটে বিপ্লবের উল্টো গতিপথ,
ভবঘুরের স্পর্শ ভাবনার প্রতিফলন অদৃশ্য,
কেবল সীমাহীন ব্যর্থতা এবং গৌরব চিহ্নের পুনরাবৃত্তি,
যেন অক্টোপাসের লড়াইয়ের অপেক্ষা,
কিন্তু নাগপাশে বন্দিজীবন,
সারল্য ভাবনা চিন্তা গুলি বৈপরীত্যের শীতলীকরণ,
দূর্বৃতায়নের গতিপথ কঠিন থেকে কঠিন ভাবে আটকানো,
চক্র ভাঙার চেষ্টা বৃথা,
অলিক শক্তির উপাসনা ক্রমেই বেড়ে ওঠে
আরেকটা ধারা অব্যাহত থাকবে,
যতক্ষণ বাঁকের মুখে সামাজিক শিক্ষার আলো জ্বলে না উঠবে।