
মোজাম্মেল হক, (নোয়াখালী) প্রতিনিধি:
চাটখিল উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড ফাওড়া মৌজার প্রবাসীর ভোগ দখলীয় দোকান ঘর দখলের চেষ্টা ও বাধা দিলে প্রবাসীর উপর হামলা এবং ৫ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ পাওয়া গেছে। এই ব্যাপারে ফাওড়া গ্রামের মৃত একরামুল হক দুলালের ছেলে প্রবাসী মোঃ রানা (৪৪) গত সোমবার বিকেলে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, গত ২০১৫ সালের ১২ই ডিসেম্বর নোয়াখালী জেলা পরিষদ থেকে ১ হাজার ৮০ বর্গফুট জায়গা ফাওড়া গ্রামের প্রবাসী মোঃ রানা সহ ৫ জনের নামে লিজ নেওয়া হয়। লিজ নেওয়ার পর দোকান ঘর নির্মাণ করে লিজ গ্রহিতারা ভোগ দখল করে আসছেন। এ বছরের ৩রা মার্চ আবার পুনরায় নবায়ন করা হয়। এদিকে আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী নুর মোহাম্মদ, তাইজুল ইসলাম রাজু, মোঃ রাখি সহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা একাধিকবার দোকানগুলোতে হামলা চালিয়ে জবর দখলের অপচেষ্টা চালায়। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার গভীর রাতে ঐ চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজদের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে বেড়া দিয়ে দোকান ঘর দখলের চেষ্টা চালায়। এ সময় মোঃ রানা বাধা দিলে তাকে বেধম মারধর করে আহত করে। রানার শোর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর থেকে সন্ত্রাসীরা মোঃ রানার কাছে বিভিন্নভাবে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে।চাঁদা না দিলে তার দোকান ভাঙ্গচুর ও বিদেশ যেতে বাধা এবং প্রাণনাশের হুমকি দেয় বলে মোঃ রানা গত সোমবার বিকেলে চাটখিল প্রেসক্লাবে এসে উপস্থিত সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অভিযোগ তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।