কলমেঃ ওমর ফারুক
আমরা যেন নিশিতে জাগ্রত হই তাহাজ্জুদ গুজারি হিসেবে জায়নামাজে পড়ে রই।
নিশিতে ডেকে দিও মোরে যেন জাগ্রত হয় তাহাজ্জুদ গুজারি হিসেবে রই।
তাহাজ্জুদ গুজারি হিসেবে যেন মহান রবের কাছে মাথা নত যেন রই।
নিশি রাতে তাহাজ্জুদের নামাজে যেন দিলে শান্তি হয়।
দুনিয়ার সকল চিন্তা বাদ দিয়ে মহান রবের কাছে যেন তাহাজ্জুদের নামাজের সময় যেন মাথানত যেন রই।
দিনের বেলায় নামাজে যেন দুনিয়ার চিন্তা যে সাক্ষাৎ করে রই।
তাহাজ্জুদের নামাজে যেন দুনিয়ার সমগ্র চিন্তা বাদ দিয়ে মহান রবের সাথে সাক্ষাৎ করার জন্য যেন জাগ্রত হই।
তাহাজ্জুদের নামাজের শান্তি যেন দুনিয়ার সকল সুখের চেয়েও বেশি আমাদের রই।
তাহাজ্জুদের নামাজেই তো মোমেনদের পরিশুদ্ধ হইয়ে আমাদের যেন রই।
নিশি রাতের তাহাজ্জুদ গুজারী হিসেবে যেন মহান রবের কাছে আমাদের যেন পরিচিতি রই।