সংবাদদাতা: সরবত আলি মণ্ডল , ভারত
গত ২৭ এপ্রিল রবিবার এক অনন্য সাহিত্য আয়োজনের মধ্য দিয়ে "এখন বঙ্গদেশ" সাহিত্য পত্রিকা’র ঈদ সংখ্যা প্রকাশ ও সি.এম.এ. আব্দুল হাকিম সাহেবের দ্বিতীয় বই "আমার রাজনীতি ও কিছু কথা" প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বঙ্গনূর পত্রিকার অডিটরিয়াম হলে। সাহিত্যের এই মনোরম আয়োজনে সভাপতিত্ব করেন কবি আমির আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গনূর পত্রিকা সম্পাদক মুফতি আব্দুল মাতিন সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক ড. মুস্তাফা আব্দুল কাইয়ুম, সমুদ্র বিশ্বাস, কবি রাজেশ সরকার, ডা. সাইদুর রহমান। বিশেষ অতিথিরা সাহিত্য বিষয়ক স্বাগত ভাষণ দেন।
অনুষ্ঠানের শুরুতে "বেগম রোকেয়া গার্লস একাডেমি"র ছাত্রী ছুমাইয়া আক্তার মোল্লাহ ও রামিসা ইসলাম উদ্বোধনী সংগীত পরিবেশন করেন। দেশাত্মবোধক গান ‘সারে জাহাঁ সে আচ্ছা’ পরিবেশনের মাধ্যমে। এরপর মঞ্চে স্বাগত বক্তব্য রাখেন এখন বঙ্গদেশ সাহিত্য পত্রিকার সম্পাদক মনিরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “এখন বঙ্গদেশ সাহিত্য পত্রিকা একঝাঁক তরুণ ও প্রবীণ সাহিত্যিকের মিলনমেলা। আমরা বিশ্বাস করি, সাহিত্যই একমাত্র জায়গা যেখানে সমস্ত মানুষকে এক পরিচয়ে বাঁধা যায়। ঈদ সংখ্যার মাধ্যমে আমরা পাঠকদের হাতে বৈচিত্র্যপূর্ণ, ভাবনাসমৃদ্ধ সাহিত্যিক রচনা তুলে দিতে চেষ্টা করেছি। আগামী দিনেও আমরা সাহিত্যকে মানুষের মনের দরজায় পৌঁছে দেওয়ার জন্য নিরলস কাজ করে যাব।” এবারের ঈদ সংখ্যায় শুধুমাত্র কবিতাকে স্থান দেওয়া হয়েছে। সুপরিচিত ও নবীন লেখকদের মেলবন্ধনে তৈরি হয়েছে একটি সমৃদ্ধ সংকলন।
লেখক সি.এম.এ. আব্দুল হাকিম সাহেব তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, শিক্ষা এবং কিছু অজানা ঘটনা বইটিতে তুলে ধরেছেন। বইটিতে রাজনীতি ও সমাজ বাস্তবতার অনেক গুরুত্বপূর্ণ দিক নিখুঁতভাবে বিশ্লেষণ করা হয়েছে। অনুষ্ঠানে তিনি বলেন, "রাজনীতি মানেই কেবল ক্ষমতার খেলা নয়, বরং এটি মানুষের কল্যাণের সাধনা। আমার জীবনের কিছু কথার মাধ্যমে আমি বর্তমান প্রজন্মের জন্য একটি চিন্তার দরজা খুলে দিতে চেয়েছি।" মুফতি মোহাম্মদ আব্দুল মাতিন সাহেব দের ও রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোকপাত করেন।
স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন মোহাম্মদ মফিজুল ইসলাম, শেখ কামরুল হুদা, মাহমুদা শিরিন, হাসিম আব্দুল হালিম, আল মামুদ, আজিজুল ইসলাম বিজয়, হাসানুর জামান, জাকির হোসেন, আকরাম হোসেন মন্ডল, ইবনে মাসুদ, শহিদুল বিশ্বাস শহীদ, নওশাদ আলী, নাসির উদ্দিন সরকার, তুহিনা হোক (সংগীত), সুজাউদ্দিন মন্ডল বাপ্পা, ফিরোজা খাতুন, সরবত আলি মণ্ডল, ডাঃ সাইদুর রহমান, রাজেশ সরকার, বাকী বিল্লাহ মন্ডল সহ আরও অনেক কবি সাহিত্যিক। সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও দক্ষ সঞ্চালনার দায়িত্ব পালন করেন হাসিম আব্দুল হালিম (মুকুল)। তার প্রাণবন্ত উপস্থাপনায় পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য।
অনুষ্ঠানের শেষপর্যায়ে অতিথিদের হাতে এবারের ‘ঈদ সংখ্যা ২০২৫’ এবং "আমার রাজনীতি ও কিছু কথা" বইটি প্রদান করা হয়। সভাপতি আমীর আলী সাহেব মনিরুল ইসলামের আয়োজনে সকল অতিথি, অংশগ্রহণকারী এবং দর্শকদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আশাবাদী ভবিষ্যতে আরও বড়ো পরিসরে সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসচর্চার আয়োজন করবেন।