বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন

❝মোহাম্মদী ইসলাম ❞ পর্ব-০১

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৯৭ Time View

 

মোহাম্মদী ইসলামের সংক্ষিপ্ত পরিচয়।
লেখক:গোলাম হোসেন ফরিদপুরী।

মোহাম্মদী ইসলাম শব্দ দুটি মোহাম্মদী ও ইসলাম এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত।

মোহাম্মদ হলো হযরত মোহাম্মদ (সাঃ) এর পবিত্র নাম মোবারক,আর তিনি ১৫বছর মোরাকাবা করে মহান রাব্বুল আলামীন এর সাথে যোগাযোগের মাধ্যমে যে পরিপূর্ণ ধর্ম দিয়েছেন সেটি হলো শান্তির ধর্ম মোহাম্মদী ইসলাম।

মহান আল্লাহ পবিত্র কোরআনে এরশাদ করেন❝নিশ্চয়ই (মোহাম্মদী) ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধরম❞(সূরা আলে ইমরান৩:আয়াত ১৯)।

আমরা জানি,হযরত আদম (আঃ) থেকে শুরু করে মোহাম্মদী ইসলামের প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদ (সাঃ)পর্যন্ত আল্লাহর মনোনীত নবী রাসুলগণের প্রবর্তিত ধর্ম ছিল ইসলাম।আখেরি নবী মোহাম্মদী ইসলামের প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদ (সাঃ) মানবজাতির জন্য যুগোপযোগী ও বিজ্ঞানসম্মত জীবন ব্যবস্থা প্রবর্তন করে নামকরণ করেছেন মোহাম্মদী ধর্ম বা মোহাম্মদী ইসলাম।

এখন অনেকের কাছেই প্রশ্ন হতে পারে যে, মোহাম্মদী ইসলাম কোথা থেকে আসলো। সকলেই তো ইসলাম এর কথা জানে।

ইতিহাস থেকে জানা যায়, মোহাম্মদী ইসলামের স্বর্ণযুগ ছিল ৫৩ বছর হযরত রাসুল (সাঃ) এর নবুয়তের ২৩ বছর এবং খোলাফায়ে রাশিদিনের ৩০ বছর পর্যন্ত মোহাম্মদী ইসলামের প্রকৃত অনুসারী হিসেবে পরিচিত ছিল।
কিন্তু যখনই উমাইয়া শাসন প্রতিষ্ঠিত হয় তখন ইসলামিক খেলাফতের নাম পরিবর্তন করে সুকৌশলে ইসলাম শব্দের সাথে যে মোহামমদ শব্দটি ছিল তা বাদ দিয়ে দেয়। মুসলমানদের কৌশল করে হযরত রাসূল (সাঃ) থেকে বিচ্ছিন্ন করে সমগ্র মুসলিম জাতিকে কান্ডারবিহীন করে ফেলা হয়েছে।
আমরা আরেকটু ইতিহাস খুজলে দেখতে পাই, ❝দুনিয়াতে যত ধর্ম, যত মতবাদ, যত আদর্শ এবং মোহাম্মদী ইসলাম ধর্মে বিভিন্ন মাজহাব ও তরিকা গুলো সব মাযহাবের তরিকার নামানুসারে নামকরণ করা হয়েছে।
যেমন ইমাম আবু হানিফা (রহ.) এর নাম অনুসারে হানাফী মাযহাব, ইমাম শাফেয়ী (রহ.) এর নামানুসারে শাফেয়ী মাজহাব, ইমাম মালেক (রহ.) এর নামানুসারে মালেকি মাযহাব, ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ.) এর নামানুসারে হাম্বলি মাযহাব।❞

অনুরূপভাবে, ❝গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী (রহ.)এর নামানুসারে কাদেরিয়া তরিকা, খাজা মইনুদ্দিন চিশতী(রহ.) এর নামানুসারে চিশতিয়া তরিকা, হযরত বাহাউদ্দিন নকশবন্দী (রহ.)এর নামানুসারে নকশবন্দীয়া তরিকা, হযরত মুজাদ্দেদ আলফেসানী (রহ.) এর নামানুসারে মুজাদ্দেদীয়া তরিকা, ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ (রহ.) এর নামানুসারে সুলতানি মুজাদ্দেদীয়া তরিকা। ❞

এছাড়াও যারা পবিত্র কোরআনের তাফসীর করেছেন তাদের স্ব স্ব গ্রন্থ গুলোর নামকরণ করা হয়েছে তাফসীর কারকদের নামানুসারে।যেমন, ❝তাফসীরে ইবনে আব্বাস, তাফসীরে ইবনে কাছির,তাফসীরে ইবনে জালালাইন,তাফসীরে দুরুরে মানসুর এবং তাফসীরে সূফি সম্রাট দেওয়ানবাগী ইত্যাদি।❞

অন্যদিকে যারা রাসুল (সাঃ) এর হাদিস সংগ্রহ করে সংকলন করেছেন তাদের স্বনামে নামকরণ করা হয়েছে। যেমন বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিযী শরীফ।( চলবে)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102