কলমে: হাফিজুল ইসলাম
হঠাৎ একদিন প্রধান শিক্ষক
বললেন উঠে হেসে,
চলে ঘুরে আসি ড্রিম হলিডে পার্ক
আগামী সপ্তাহের শেষে।
প্রস্তাব শুনে সবাই মিলে
দিল কথায় সারা,
ভ্রমণের তারিখ ঠিক করতে
শিক্ষকদের তারা।
সকাল বেলা ছাড়লো গাড়ি
ফতুল্লা মাদ্রাসা থেকে,
সবার মধ্যে খুশির জোয়ার
বসলো সবাই হেসে।
চলতে চলতে হঠাৎ গাড়ি
গাউছিয়া গেল থেমে,
ডানে বামে তাকিয়ে দেখি
পড়েছে গাড়ি জামে।
আস্তে আস্তে চলছে গাড়ি
নরসিংদির দিকে,
বেরিবাধ আর কাঁচপুর ব্রিজ
দেখলাম এরি ফাকে।
নাসির হুজুর মজার মানুষ
করেন পরিচালন,
বলেন তিনি যা করতে
আমরা করি পালন।
আনন্দে আজ আত্মাহারা
সকল স্যার ম্যাডাম,
সবাই মিলে তুললাম ছবি
হবে স্মৃতি এলবাম।