নিজস্ব প্রতিবেদক:
খুলনা জেলা পুস্তক বাঁধাই শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট নাগরিক নেতা অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার ।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন ..
দৈনিক আট ঘন্টা শ্রম, ন্যায্য মজুরি ও শ্রমের মর্যাদা আদায়ের লক্ষ্যে ১৮৮৬ সালে পহেলা মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকদের রক্তাক্ত সংগ্রামের মধ্যদিয়ে শ্রমিক ও শ্রমের মর্যাদা সম্মানের সাথে বিশ্বময় স্বীকৃতি লাভ করে। এই দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের অন্যতম দিন। দেশের অর্থনৈতিক উন্নয়ন-উৎপাদনের কারিগর হলো শ্রমিকরা। শ্রমিকের অধিকার সুরক্ষিত থাকা প্রয়োজন। কোন শ্রমিক যেন অবহেলার শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বক্তারা আরও বলেন, শ্রমিকদের পাওনা সঠিক সময়ে বুঝিয়ে দিতে হবে। কর্মক্ষেত্রে যাতে কোন ধরণের অনাকাঙ্খিত পরিবেশ সৃষ্টি না হয় সেদিকে মালিক-শ্রমিক উভয়কে সচেতন থাকতে হবে। শ্রমিকদের সাথে মালিককে মিশে যেতে হবে। শ্রমিকরা মন-প্রাণ উজাড় করে কলকারখানায় কাজ করেন। শ্রমিকের সাথে সুসম্পর্ক স্থাপন এবং কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা ও সুস্থতাসহ সার্বিক অধিকার নিশ্চিত করা মালিকের দায়িত্ব ।
এর আগে দিবসটি উপলক্ষ্যে খুলনা জেলা পুস্তক বাঁধাই শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয় হেলাতলা মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাদিস পার্কে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংগঠনের আহ্বায়ক মোঃ আল ফারুক খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ জাবেদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট নাগরিক নেতা অ্যাডভোকেট মোহাম্মদ বাবুল হাওলাদার এবং সংগঠনের উপদেষ্টা মানবাধিকার সংগঠক নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন।
এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন খুলনা আর্ট একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক চিএ শিল্পী মিলন বিশ্বাস, স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন এবং সদস্য সচিব মোঃ মনির হোসেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা পুস্তক বাঁধাই শ্রমিক ইউনিয়নের সদস্য যথাক্রমে মোঃ আব্দুল মান্নান, মোঃ সাগর আলী, মোঃ মনির, মোঃ নজরুল, মোঃ ফিরোজ, মোঃ শিপন, মোঃ সবুজ, মোঃ আল আমিন, মোঃ রাজু, মোঃ ইব্রাহীম, মোঃ রুবেল হাওলাদার, মোঃ আলাউদ্দিন, মোঃ হাসান, মোঃ আলিফ, মোঃ রাসেল , মোঃ ইউনুছ, মোঃ রুবেল, মোঃ মজনু, মোঃ আব্দুস সালাম, মোঃ গোলাম রাব্বী, মোঃ হীরা মল্লিক, মোছাঃ ফাতেমা বেগম, মোছাঃ তাছলি সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।