কলমেঃ সাহেলা সার্মিন
কাজ করে খায় যারা
লোকে বলে শ্রমিক তারা,
কাজ তো সবাই করে
তবুও তারা প্রভুর কাছে হারে।
এই হেরে যাওয়া শিকাগোর
কত শত শ্রমিক ভাই
নিজেদের অধিকার আদায়ে
কেউ কেউ প্রাণ দিয়েছিলো তাই।
সেই থেকে শ্রমের মূল্য দিচ্ছে
ঠুনকো ক্ষুদ্র প্রভুরা,
তারপরেও আজও ঠকছে শ্রমিক
মালিকেরা করছে পাঁয়তারা।
কোনও কাজ ছোটো নয়
সবার সব কাজের দরকার,
এদের ছাড়া যত বড় আমিরই হোক
পারবেনা চলতে একবার।
কৃষক ছাড়া কীভাবে বাঁচবো
ভেবেছ কেউ কখনও?
দু’দিন না খেয়ে থাকলে বোঝা যায়
কৃষক কতো কষ্টে ফলায় অন্ন।
বিবস্ত্র হয়ে কখনও যায়না চলা
নিজেকে সুন্দর করতে
গার্মেণ্টস কর্মীর নেই কোন তুল্য
তবুও দিতে চাইনা তার মূল্য।
চর্মকারের সাহায্য ছাড়া
চলতে হবে পাদুকাহীন,
তবুও বুঝতে চাইনা আমরা
এদের কাছে কতটা ঋণ।
রাজমিস্ত্রী ও সুতোর করে
ঘর দরজা নকশা ও অট্রালিকা,
বাড়ি-ঘর ছাড়া থাকবো কী গাছ তলায়?
মূল্য দিতে দরাদরি করি দৃষ্টি করে বাঁকা।
এমনি কত শত কাজ
করতে এদের নাই কোন লাজ,
না করলে আমরা পড়বো বিপদে
তাদের ন্যায্য মূল্য দিলে বিপদ উদ্ধারিবে।
আজ এই শ্রমিক দিবসে
সবাই করি অঙ্গীকার,
শ্রমিকের ন্যায্য মূল্যে হবো বাঙ্ নিষ্ঠ
দিয়ে দেবো আগে ঘাম শুকাবার।