মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
মহান মে দিবস উপলক্ষে লোহাগাড়া বটতলী হকার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।
পহেলা মে,বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার বটতলী শহরে শতাধিক রিকশা চালক ও পথচারীদের মধ্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করে সংগঠনটির নেতাকর্মীরা।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান।
এসময় তিনি বলেন , মহান মে দিবসে বটতলী হকার সমিতির পক্ষে থেকে শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ
নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ। গরমে সাধারণ মানুষের তৃষ্ণা নিবারণে সহায়ক হবে। আমি মনে করি, এমন কাজে সবার এগিয়ে আসা উচিত।
লোহাগাড়া বটতলী ব্যবসায়ী হকার সমিতির সভাপতি শহীদুল আলমের সভাপতিত্বে এতে উপস্থিতি ছিলেন লোহাগাড়া ট্রফিক ইনচার্জ হাসানুজ্জামান হয়দার, সহ-সভাপতি শাহ আলম,সাধারণ সম্পাদক মো: কায়সার হামিদ, সহ-সম্পাদক ও বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী,অর্থ সম্পাদক ইউসুফ ও প্রচার সম্পাদক মো: এমরান সওদাগরসহ সংগঠনের অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন।