কলমেঃ গোলাম সরোয়ার খান
প্রত্যাশা যখন শূন্য প্রাপ্তি তখন পূর্ণ।
কেউ যদি ভেবে থাকেন ভালোবাসা হলো
চমকপ্রদ তেলেসমাতি তড়িৎ গতিতে
লেখা একটি কবিতা।
যার বিষয়, ছন্দ,অন্তমিল,যথাযথ হোক বা
গোজা মিলেই হোক, হয়েছে তো একটা কিছু। পাঠক গিলবেই।
ভালোবাসি বলেছি যখন, এসেছি
যখন কাছাকাছি, তবে তো হয়েই গেছে
ভালোবাসাবাসি।
একেবারে খাঁটি লাইলী মজনু শিরি ফরহাদ রোমিও জুলিয়েট এর মতো।
কি মজা অবশেষে মৃত্যু,
মরে না যাই বিখ্যাত তো হয়েই যাব।
আসলেই কি তাই?
চেষ্টা করে দক্ষতা অর্জন করা যায়,
কিন্তু প্রতিভা নয়।
প্রতিভা যেমন নিজের মধ্যে জন্ম নেয়
তেমনি ভালোবাসাও আগে নিজের মধ্যে
জন্ম নেবে, পরে অন্যকে ভালোবাসা যাবে।
প্রত্যাশার সাথে প্রাপ্তির মিল না হলেই যদি
ভালোবাসা হারিয়ে যায়, তাহলে বুঝতে হবে
তাহা ভালোবাসা ছিলো না;
ছলনা ছিলো।
সত্যিকারের ভালোবাসা কখনো মন থেকে
মুছে যায় না, খোদাই করা থাকে হৃদয়ে।