বুধবার, ০৭ মে ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সাপ্তাহিক আজকের জনকথা পত্রিকা নাগরিক নেতা এ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার এর হাতে তুলে দিলেন ভারপ্রাপ্ত সম্পাদক আহমেদ হোসাইন ছানু জামালগঞ্জে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু। আতিকুর রহমান:: জামালগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় নিজ জমিতে ধান কাটার সময় বজ্রপাতে জাকির হোসেন(৩৫)নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় জামালগঞ্জ সদর ইউনিয়নের বাশকার হাওরে এই ঘটনা ঘটে।নিহত জাকির হোসেন জামালগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম লক্ষীপুর গ্রামের মালিক উস্তারের ছেলে।নিহত জাকিরের ৩মেয়ে ও ২ছেলে সন্তান রয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে বাশকার হাওরে নিজ জমিতে ধান কাটতে গেলে সকাল ১১টার সময় বজ্রপাতে আহত হয়ে মাটিতে পরে যায়।তাকে স্থানীয়রা উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ সাইফুল ইসলাম জানান জাকির হোসেন নামের এক ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। বাগেরহাটে রাস্তা কেটে পুকুর খননের অভিযোগে সংবাদ সম্মেলন বিচারপতি মাহমুদুল হকের  সাথে বাগেরহাট বিচার বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটের রাখালগাছিতে কর্মজীবী নারী’র উদ্যোগে অবহিতকরণ সভা তামাক পণ্যের কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি তামাক বিরোধী তরুণ ফোরামের বর্নাঢ্য আয়োজনে লায়ন মোঃ গনি মিয়া বাবুলের জন্মদিন উদযাপন বালাকোটের চেতনা মানে শাহাদতের তামান্না- ড. ঈসা শাহেদী লোহাগাড়া উপজেলার পরিচ্ছন্ন রাজনৈতিক নেতাদের ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন উলিপুরে তিস্তা বুড়ি নদীর গড় কেটে মাটি বিক্রির অভিযোগে হারুন ও রশীদকে ১৫ দিনের কারাদণ্ড

বালিয়াডাঙ্গীর ফিরোজ হাসান: প্রযুক্তি ও স্বপ্নে এগিয়ে চলা এক তরুণ অনুপ্রেরণা

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৫২ Time View

 

মোঃ আইনুল হক পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

বর্তমান বিশ্বে প্রযুক্তির অগ্রযাত্রায় তরুণদের সামনে খুলে গেছে এগিয়ে যাওয়ার এক বিশাল দরজা। সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের গড়ে তুলছে অনেক মেধাবী তরুণ। তেমনই একজন প্রতিভাবান তরুণ হচ্ছেন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের সন্তান ফিরোজ হাসান। গ্রামের সাধারণ পরিবেশে বেড়ে ওঠা এই তরুণ, নিজের অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং প্রতিভার জোরে দেশের বিভিন্ন প্রান্তে পরিচিত একজন দক্ষ ডিজিটাল সেবা প্রদানকারী হিসেবে।

ফিরোজ হাসান পিতা মো. আব্দুল জব্বার ও মাতা মোছা. সেলিনা বেগম-এর সুযোগ্য সন্তান। বর্তমানে তিনি দিনাজপুর জেলার “ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি”-তে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অধ্যয়নরত। পড়ালেখার পাশাপাশি তিনি দক্ষভাবে কাজ করছেন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও ডিজিটাল মার্কেটিং-এর মতো চাহিদাসম্পন্ন সেক্টরগুলোতে।

তার কাজের পরিধি অনেক বিস্তৃত। লোগো ডিজাইন, বিজনেস কার্ড, পোস্টার, ব্যানার, ফেসবুক পেজ সেটআপ ও প্রমোশন, ইউটিউব মার্কেটিং, ইমেইল মার্কেটিং থেকে শুরু করে পূর্ণাঙ্গ ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট—সব ক্ষেত্রেই ফিরোজ হাসান দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন।

ফিরোজ হাসান বলেন, “আমি সব সময় চেষ্টা করি নতুন কিছু শেখার এবং সেটা কাজে লাগিয়ে মানুষকে সাহায্য করার। ডিজিটাল সেবাকে শহরের গণ্ডি পেরিয়ে গ্রামের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।”

এই তরুণের প্রচেষ্টা ইতিমধ্যে অনেক তরুণ-তরুণীর মনে নতুন করে স্বপ্ন দেখতে শেখাচ্ছে। ফিরোজ শুধু পেশাগত কাজেই সীমাবদ্ধ নন, তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে রক্তদান, বৃক্ষরোপণ, অসহায়দের সাহায্য ও সচেতনতামূলক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রাখছেন।

স্থানীয়রা বলছেন, ফিরোজ হাসানের মতো তরুণরা সমাজের জন্য আশীর্বাদস্বরূপ। এমন তরুণদের পৃষ্ঠপোষকতা করা গেলে সমাজ ও দেশ উভয়ই উপকৃত হবে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ফিরোজ হাসান তার অর্জিত জ্ঞান অন্যদের মধ্যেও ছড়িয়ে দিতে চান। তিনি খুব শিগগিরই শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করার পরিকল্পনা করেছেন, যেখানে এলাকার তরুণরা বিনামূল্যে প্রযুক্তি ও ডিজিটাল দক্ষতা শিখতে পারবে।

ফিরোজ হাসানের এই অগ্রযাত্রা কেবল তার একার নয়—তার পথ অনুসরণ করে উৎসাহ পাবে হাজারো তরুণ, যারা এখনো দিক নির্ধারণে দ্বিধায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

জামালগঞ্জে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু। আতিকুর রহমান:: জামালগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় নিজ জমিতে ধান কাটার সময় বজ্রপাতে জাকির হোসেন(৩৫)নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় জামালগঞ্জ সদর ইউনিয়নের বাশকার হাওরে এই ঘটনা ঘটে।নিহত জাকির হোসেন জামালগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম লক্ষীপুর গ্রামের মালিক উস্তারের ছেলে।নিহত জাকিরের ৩মেয়ে ও ২ছেলে সন্তান রয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে বাশকার হাওরে নিজ জমিতে ধান কাটতে গেলে সকাল ১১টার সময় বজ্রপাতে আহত হয়ে মাটিতে পরে যায়।তাকে স্থানীয়রা উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ সাইফুল ইসলাম জানান জাকির হোসেন নামের এক ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102