স্টাফ রিপোর্টার:
মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি’র জাতীয় স্থায়ী পরিষদের এক সভা ১ মে ২০২৫খ্রি: বৃহস্পতিবার পার্টির কেন্দ্রিয় কার্যালয়ে বিএসপি’র চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল আজিজ সরকার। সভায় সম্প্রতি রাখাইনে করিডর ও নারীর সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে ব্যাপক আলোচনা হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক বিএসপি চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী
রাখাইনে মানবিক করিডর প্রদানের সিদ্ধান্ত প্রসঙ্গে বলেন, দেশের সার্বভৌমত্ব ঝুঁকিতে ফেলে রাখাইনে যেকোন ধরনের করিডর প্রদান থেকে বিরত থাকতে হবে। আমরা বিশ্বের বুকে নতুন করে আরেকটি গাজা/ফিলিস্তিন দেখতে চাই না। সার্বভৌমত্ব ইস্যুতে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে জাতীয় সিদ্ধান্ত গ্রহন করতে হবে। শর্ত সাপেক্ষে মানবিক করিডরের বিষয়ে অন্তবর্তী সরকারের কাছ থেকে আমরা সুস্পষ্ঠ বক্তব্য আশা করছি।
নারী সংস্কার কমিশনের প্রস্তাবের বিষয়ে বিএসপি চেয়ারম্যান বলেন, কোরআন-সুন্নাহ বিরোধী যেকোন সংস্কার প্রস্তাবনা বাংলাদেশ সুপ্রিম পার্টি প্রত্যাখ্যান করছে। কেননা, নারী সংস্কার কমিশনের কিছু প্রস্তাবনা সরাসরি কোরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক।
মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে তিনি বলেন, আধুনিক সভ্যতার মুল কারিগর হচ্ছে শ্রমিক ভাই-বোনেরা। কিন্তু অধিকাংশ সময়েই শ্রমিকরা তাদের ন্যায্য মজুরী পায় না। পারিশ্রমিক তাদের হক। শ্রমিকদের পারিশ্রমিক তাদের ঘাম শুকানোর আগে পরিশোধ করার তাগিদ দিয়েছেন রাসুলুল্লাহ (দ:)। আধুনিক বিশ্বে শ্রমিকদেরকে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হলে তাদের যুগোপযোগী মজুরি/বেতন নির্ধারণ ও প্রদান জরুরী। এসময় নারী শ্রমিকদের নিরাপত্তায় প্রয়োজনে আইন সংশোধন করার আহবান জানান বিএসপি চেয়ারম্যান।সভায় আহলে সুন্নত ওয়াল জামায়াত নেতা মাওলানা রইস উদ্দিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। নেতৃবৃন্দ অবিলম্বে রইস উদ্দিন হত্যার মামলা গ্রহন করে অপরাধিদের কঠোর শাস্তির দাবি জানান। সভায় উপস্থিত ছিলেন বিএসপি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা রুহুল আমিন ভূঁইয়া, মুফতি মাওলানা খাজা বাকি বিল্লাহ্ আল আযহারী, অতিরিক্ত মহাসচিব ও স্থায়ী পরিষদ সদস্য মো: আবুল কালাম আজাদ, স্থায়ী পরিষদ সদস্য মো: আসলাম হোসাইন, মো: ইব্রাহিম মিয়া, শাহ্ আলম অভি, মিরানা জাফরিন চৌধুরী, সিমা আক্তার প্রমূখ।