মোঃ তুহিন মন্ডল, রাজবাড়ী থেকে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলে জালাল প্রামাণিকের জালে ধরা পড়েছে এক বিশালাকৃতির কাতল মাছ। মাছটির ওজন ২৮ কেজি, যা সকালে উন্মুক্ত নিলামে বিক্রি করা হয় ৫০ হাজার টাকায়।
শনিবার (০৩ মে) ভোরে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় মাছটি ধরা পড়ে।
জেলে জালাল প্রামাণিক বলেন, ‘ভোরে আমরা কয়েকজন নদীতে জাল ফেলি, কিন্তু প্রথমে কোনো মাছ পাইনি। পরে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলতেই হঠাৎ বড় কিছু আটকে যায়। জাল টেনে দেখি বিশাল এক কাতল মাছ।’
পরে মাছটি স্থানীয় দৌলতদিয়া মাছের আড়তে নিয়ে যাওয়া হয়। সেখানে ওজন করে দেখা যায়, মাছটির ওজন ২৮ কেজি।
চান্দু মোল্লা, স্থানীয় চাদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক বরেন, ‘আমি উন্মুক্ত নিলামে মাছটি ১ হাজার ৮০০ টাকা কেজি দরে কিনেছি। মোট দাম পড়ে ৫০ হাজার ৪০০ টাকা। মাছটি এখন ঘাটেই পন্টুনে বেঁধে রাখা হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় ফোন করে যোগাযোগ করছি, কেউ কেজিপ্রতি ৫০-১০০ টাকা বেশি দিলে বিক্রি করে দেব।’
এই খবর ছড়িয়ে পড়তেই ফেরিঘাট এলাকায় মাছটি দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ।