একে মিলন সুনামগঞ্জ থেকে:
সুনামগঞ্জে উঠতি বয়সী তরুণ-যুবক বখাটেদের উৎপাত বেড়েই চলছে। ছোট-খাট চুরি,ছিনতাই করাসহ তারা জড়িয়ে পড়ছে নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ডে। বিশেষ করে সুনামগঞ্জ মেডিকেল কলেজের ভিতরের রাস্তা-ঘাটে তরুণ বখাটের উৎপাতে সক্রিয় রয়েছে বলে জানা যায়।
বখাটেদের এমন তথ্য নজরে আসে সুনামগঞ্জ জেলা পুলিশের। এসব অপরাধ মূলক কর্মকাণ্ড নির্মূলে তাৎক্ষণিক জেলা পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ এর নির্দেশে ডিবি ওসি আহমদ উল্লাহ ভূইয়া"র নেতৃত্বে সদর মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশ শনিবার বিকেল পাঁচটায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের ভিতরে বখাটেদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা করেন। ডিবি ওসি আহমদ উল্লাহ ভূইয়া বলেন, ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার জন্য আজ থেকে যদি কোনো মেডিকেল কলেজের ভিতরে বখাটে ছেলে পাওয়া যায় তাহলে তাদেরকে গ্রেপ্তার করে আইগত ব্যবস্থা নেওয়া হবে এবং বখাটেদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত থাকবে।