প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৫, ৭:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৫, ১:৩৬ পি.এম
আন্তর্জাতিক শ্রমিক দিবস
কলমেঃ মাসুদ রানা
আমরা শ্রমিক, অধিকার নিয়ে বাঁচতে চাই,
ঘামে ভেজা পথেই গড়ি সভ্যতার রাই।
হাতের মুঠোয় গাঁথি প্রগতির মালা,
তবু অধিকার পায় না বেশির ভাগ খালা।
কারখানার ধোঁয়ায় ঢাকে নীল আকাশ,
দিন রাত খেটে চলে—জীবন যেন পাথার।
মজুরির নামেতে ঠকানো খেলা,
চোখের জলে গড়ে ওঠে অট্টালিকার মেলা।
আমরা চাই ন্যায্য বেতন, নিরাপদ স্থান,
মর্যাদার সাথে হোক শ্রমের পরিণাম।
দূর হোক শোষণ, ফুরাক অন্যায়,
আইন থাক না শুধু কাগজের খাতায়।
শ্রমের মূল্য দাও, দিও না দয়া,
মেহনতি মানুষ নয় কভু ভয়ংকর ছায়া।
আমরা গড়ি, আমরা বানাই,
ভবিষ্যতের বীজ বুনি, ইতিহাসের গায়।
আন্তর্জাতিক এই দিনে হোক এক আহ্বান,
শ্রমিকের মর্যাদা হোক সকল প্রাণে প্রাণ।
উঠুক কণ্ঠে একটাই সুর,
শ্রমিক বাঁচলে গড়বে বিশ্ব, হোক না নতুন ভোর।
উপদেষ্টা: ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ। সম্পাদক ও প্রকাশক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। প্রধান বার্তা সম্পাদক: ফাহমিদা খান উর্মি। অফিসঃ বিপিএল ভবন, আরামবাগ,মতিঝিল,ঢাকা-১০০০, হোয়াটসঅ্যাপ ০১৭১৫-৯০৭২২১ , ইমেইল:ajkaleralo@gmail.com