মিজানুর রহমান মিজান
আমাদের দেশে আশির দশক পর্যন্ত প্রচলিত ছিল গ্রামবাংলায় এ দৃশ্যটি।প্রত্যেকটি গৃহস্থ গৃহে অত্যধিক পরিমাণে পালিত হত গরু।আর ধান মাড়াই করতেন গরু দিয়ে সকল কৃষকরা।এর বিকল্প রুপে অন্যকোন প্রকার পদ্ধতি প্রচলিত ছিল না বা কেহ বিকল্পতার ভাবনা করেননি।কিন্তু আশির দশক থেকে ধীরে ধীরে শুরু হল ধানের মুটি ড্রামের উপর আঘাতের(বাডিয়ে সিলেটের আঞ্চলিক ভাষায়)মাধ্যমে ধান সংগ্রহ করার রেওয়াজ।এ ধরণের কাজটি ছিল অত্যধিক পরিশ্রম লব্ধ
কাজ।অত:পর এলো ধান মাড়াইয়ের কল বা যন্ত্রযান।যা অদ্যাবদি বিদ্যমান।গরু দিয়ে ধান মাড়াইয়ের কাজ অনেকদিন পূর্বের রেওয়াজ বা প্রচলিত প্রথা ছিল।যা আমরা দেখেছি শিশুকাল থেকে।আজ গরুর সংখ্যা গেছে কমে।আগেকার দিনের কৃষকরা অনেকে ছেড়ে দিয়েছেন গৃহস্থ কাজ।ক্রমান্বয়ে সেই সকল কাজকর্ম ও গেছে বিলুপ্ত হয়ে।আজ আর কোথাও এ দৃশ্যটি দেখা যায় না মোটেই।মনে হয় অভিমান আর ক্ষোভে চলে গেছে অনেক দুরের বাসিন্দা হয়ে।ভাদ্র-অগ্রহায়ন মাসে আমাদের এলাকায় ধান মাড়াইয়ের কাজটি গরু দিয়ে দেখা যেত হচ্ছে অধিক রাত পর্যন্ত।শ্রমিকরা মিলে মিশে চিৎকার করতেন, আল্লাহ আল্লাহ ধ্বনি তুলে জানান দিতেন “আমাদের শেষ,তোমাদের?”