কলমেঃ হাসান মাহমুদ
খালিদের ঘোড়া ছুটে চল
মরুর ধুলায় আবারো ঝড় তোল।
ফিরে এসো, হাতে নিয়ে জুলফিকার,
ফিরে এসো, হায়দার!
কোথায় দুলদুল, তৃষ্ণার্ত কারবালা আজি?
আমরা মুসলমান, মরিতে রাজি।
কোথায় ইমাম মাহদী, সেই বীর,
যার অপেক্ষায় হয়েছি অধীর?
খোদার দুনিয়ায় চলছে নাফরমানি,
ওমর, তুমি ফিরবে না জানি।
তবে কি শুধুই মরিবে এ জাতি?
আমরাই বীরের গৌরবগাঁথা জ্ঞাতি।
একবার নয়, শতবার মরিব,
কালিমার পতাকা উঁচু ধরিব।
কে আছো বীর, উঁচু করে শির-
লড়াইয়ের ময়দানে ফির!
হব শহীদ, না হয় গাজী,
রাখিবো আমার জীবন বাজি।
প্রাণপণে করিব যুদ্ধ,
হৃদয় আজি অগ্নিদগ্ধ।
ফুরাতের পানি যায় শুকায়,
মরুর বুকে মরেছে তৃষ্ণায়।
হায় মুসলমান, হায়!
সময় ফুরায়ে যায়।
এক সহস্র বছরের গ্লানি
ধরিছে পিছু টানি।
আয় ফিরে, মুজাহিদিন- আয়!
সময় ফুরায়ে যায়।