মোঃ ইউসুফ খাঁন, রংপুর সংবাদদাতা:
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও দেশে আসছেন। তিস্তা পানির ন্যায্য হিস্যায় বাংলাদেশের বিজয় অনিবার্য।
রবিবার (৪ মে) তিস্তা নদী রক্ষা আন্দোলন উদ্যোগে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে রংপুরে গণপদযাত্রা ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
দুদু বলেন, অল্প দিনের মধ্যে তিস্তায় পানি দিয়ে বাপ বাপ বলবে। সারা বাংলাদেশের মানুষ জেগেছে, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রামের মানুষ জেগেছে। ভারতকে পানি দিতে হবে। এই জায়গায় কোনো আপোষ নাই।
তিনি বলেন, আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে আসছেন। এই উত্তরবঙ্গের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, দুলু মানুষদেরকে একে অপরের কাছাকাছি নিয়ে এসেছেন। আমাদের বিজয় অনিবার্য।
তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়া রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মী ও হাজার হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।