এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:
বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ সন্ধ্যায় পৌর শ্রমিক দলের উদ্যোগে লঞ্চঘাটস্থ দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কেক কাটেন প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল হক বাবুল। এ উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করে পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম।
ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি হেমায়েত হোসেন খানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন পৌর শ্রমিক দলের সভাপতি মো. মাসুদ খান চুন্নু। বিশেষ বক্তা ছিলেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান জুয়েল। অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি মো. জামাল আকন, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মো.সোহরাব হোসেন মোহন,পৌর সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান লিটনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।