কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
বলো না মা, কবে আমি হবো তোমার মত
সংসারের কাজ কাম করবো একা যতো?
তোমার মত করবো শাসন আমার ছেলে-মেয়ে
পিচ্চি গুলো করাবো স্নান, পুকুর ঘাটে গিয়ে?
করবো শাসন বলে বলে, আসুক তোদের বাপ
আজকে যেন না করেন কোনকিছু মাপ !
কবে আমি পরবো মাগো তোমার মত শাড়ী
কবে আমি যাবো মাগো এমনি শ্বশুর বাড়ী?
স্বামীর সাথে ছুটব আমি আমার বাপের বাড়ী
পায়ে হেটে যাব দু’জন নাইবা থাকুক গাড়ী !
ছুটে এসে পাখা হাতে করবা বাতাস তারে
জামাই বানায় সেই ছেলেরে মেয়ে দিছো যারে!
ডাব কাটা আর বাঙ্গি তরমুজ জামাই আদর ধুম
আম কাঠাল আর পিঠা বানাতে নাই শ্বাশুড়ি র ঘুম!
বলো না মা —
তোমার মত কবে আমি হবো মেয়ের মা
মেয়েটাকে দেবো বিয়ে ঐ-যে সুদুর গাঁ !
জামাইষষ্ঠী এলে দেবো জামাই নিমন্ত্রণ
পাড়া পড়শী আছে যারা করবো আমন্ত্রণ!
জামাইয়ের মা ত্যাড়াব্যাড়া বলে যদি, গলা চেঁচিয়ে
তোমার মত ছাড়বো না মা, করবো ঝগড়া, আঁচল পেঁচিয়ে!
বলো না মা, আসবে সেদিন আর কতদিন পর?
মা বলছেন —
আসবে তো বাবা! অপেক্ষা তো কর,
আর-ও ত্রিশটা বছর!
আসবে সেদিন তোর মেয়ের, সুন্দর একটা বর !