খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান:
বাগেরহাট সদরের রাখালগাছি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বেসরকারী সামাজিক উন্নয়ন সংস্থা কর্মজীবী নারী’র উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকাল ১১টায় ক্রিশ্চিয়ান এইড এর সহায়তায় ও কর্মজীবী নারীর বাস্তবায়নে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউপি সচিব সরোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং সংস্থার প্রকল্প সহায়ক টুম্পা আক্তার মীম’র এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখালগাছি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইলিয়াস খান, প্রধান বক্তা ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার এস এম নাজমুছ সাকিব, রূপসা সী-ফুড ফ্যাক্টরী এর এইচ আর এডমিন রাজু বিশ্বাস।
এ সময় অন্যান্যের মধ্যে বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি, শেখ সাইফুজ্জামান বাবু, ফকির আল মামুন টিপু, আঃ সালাম বিশ্বাস, সৈয়দ তাহিদুল হক, সাংবাদিক মামুন আহমেদ, তরিকুল মোল্লা, ইমাম, পুরহিত, সহকারী শিক্ষক, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মী, কর্মজীবী নারী’র প্রকল্প কর্মকর্তা শেখ রুবেল আহমেদ, প্রোগ্রাম অর্গানাইজার রাজীব কুমার সাহা এবং মোসা: রোমানা আক্তার’সহ বিভিন্ন কোম্পনীর নারী ও পুরুষ শ্রমিকবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ‘কর্মজীবী নারী’ ১৯৯১ সাল থেকে নারী ও নারী শ্রমিকদের ক্ষমতায়নের প্রচেষ্টার মধ্য দিয়ে নারীর মর্যাদা বৃদ্ধি এবং জাতীয় অগ্রগতিতে নারীর অবদান রাখার বিষয়ে প্রয়াস চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় কর্মজীবী নারী দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড এর সহায়তায় “বাংলাদেশের দক্ষিণাঞ্চলের নারী শ্রমিকদের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, আইনি অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক সুরক্ষায় প্রবেশাধিকারের জন্য শোভন কাজ এবং কমিউনিটি স্থিতিস্থাপকতা বৃদ্ধিকরণ প্রকল্প “ এর কার্যক্রম শুরু করেছে।