শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন

ভবিষ্যতের কণ্ঠকে রক্তাক্ত করার অপচেষ্টা আমরা থামাবই

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৮৪ Time View

 

সাইদুর রহমান লিটন

নিন্দা জানানোর ভাষা আজ ক্লান্ত, প্রতিবাদের ভাষা অসহায়।
ছাত্রসমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ওপর বর্বরোচিত হামলা আমাদের শুধু ক্ষুব্ধ করেনি, গভীরভাবে আহত করেছে। এই হামলা ছিল না শুধুই একজন তরুণ নেতার ওপর — এটি ছিল একটি আদর্শের, একটি স্বপ্নের, একটি সাহসী কণ্ঠস্বরকে স্তব্ধ করার নির্লজ্জ প্রয়াস।

হাসনাত আব্দুল্লাহ আমাদের নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করে — যে প্রজন্ম মুক্ত চিন্তায় বিশ্বাসী, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, এবং গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গে প্রস্তুত। তার ওপর হামলা মানেই ভবিষ্যতের ওপর আঘাত, জাতির সম্ভাবনার ওপর আঘাত।

আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র একজন দায়িত্বশীল নেতা হিসেবে এই ঘৃণ্য ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
আমি জোরালোভাবে দাবি জানাচ্ছি— দোষীদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এই বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অন্যায়ের বিরুদ্ধে আমরা নিরব থাকি না, থাকবও না।

হাসনাতের সাহস আমাদের সাহস। তার আদর্শ আমাদের দীপ্তি।
আমরা তার পাশে আছি— শুধু পোস্টে নয়, প্রয়োজনে রাস্তায়, মাঠে, আদালতে ও সংসারে।

আসুন, আমরা সবাই মিলেই প্রতিজ্ঞা করি — অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, এবং এই বর্বর রাজনীতির অবসান ঘটাবো। সাহসী কণ্ঠগুলোকে আমরা একসঙ্গে বাঁচিয়ে রাখবো।

সাইদুর রহমান লিটন,
সভাপতি, বেলজিয়াম বিএনপি
সদস্য, জাতীয় কার্যনির্বাহী কমিটি, বিএনপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102